বৃহত্তর উত্তরায় একমাত্র উচ্চ নারীশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা উইমেন কলেজ। উত্তরার ১২নং সেক্টরের ১৭/এ নং রোডের উত্তর প্রান্তে কলেজটি অবস্থিত। ১৯৯১ সালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ছালেহা মূঈদ ও মরহুম তৌফিকা মাহমুদসহ অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানে ১৯৯১ সালের ১লা জুলাই থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়ে ১৯৯৬ সাল থেকে ডিগ্রী (পাস) শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়। স্নাতক (সম্মান) শিক্ষা কার্যক্রম ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ থেকে পরিচালিত হচ্ছে।